ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

৬৫ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিবে ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ডিজিটাল দক্ষতা বাড়াতে ফ্রান্সে ৬৫ হাজার তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিবে ফেসবুক। নারীদের ডিজিটাল খাতে যুক্ত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশটিতে চলা বেকারত্ব দূর করতে ফেসবুক এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার প্রতিষ্ঠানটি এ তথ্য দিয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায় আগামী ২০২২ সালের মধ্যে ফ্রান্সে কৃত্তিম বুদ্ধিমত্তা খাতে আরও অন্তত ১০ মিলিয়ন ইউরো মুদ্রা ব্যয় করবে তারা। তবে প্রশিক্ষণ বাবদ কত টাকা খরচ করবে প্রতিষ্ঠানটি সে বিষয়ে কোন তথ্য দেয়নি তারা।

যোগাযোগ খাতে বিশ্বের বৃহত্তম এই প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৯ সালের মধ্যে তরুণদের কম্পিউটার দক্ষতা বাড়াতে ৫০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিবে সংস্থাটি। এছাড়া ১৫ হাজার নারীকেও উদ্যোক্তা করে তুলতে প্রশিক্ষণ দেওয়ার কথা জানায় ফেসবুক।

পুরো ইউরোপজুড়ে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ তরুণ-তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

সুত্র: এএফপি
এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি