ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

মেট্রো স্টেশনে আগুন নয়, মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৫ জুন ২০২৫

Ekushey Television Ltd.

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর উত্তরা, বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে অগ্নিনির্বাপণ উদ্ধার মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ব্যবহারকারী আগুন লাগছে বলে ভুল তথ্য ছড়িয়েছেন। যা অনেকটা ভাইরাল হয়ে যায়। 

জানা গেছে, মেট্রো রেলের উত্তরা সেন্টার রেলস্টেশন ও বিজয় সরণি স্টেশনে অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও বহির্গমন বিষয়ক মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২৫ জুন) বেলা ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স ও স্নোরকেল গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়।

মেট্রো রেলে বা মেট্রো রেলস্টেশনে হঠাৎ করে অগ্নিদুর্ঘটনা সংঘটিত হলে কিভাবে যাত্রীদের সুরক্ষা দিতে হবে, কিভাবে অগ্নিনির্বাপণ করতে হবে, কিভাবে সাধারণ মানুষকে ইভাকুয়েট করতে হবে এবং আহত ব্যক্তিদের প্রাথমিক সেবা প্রদান করে হাসপাতালে পাঠাতে হবে মহড়ায় তার বাস্তব অনুশীলন দেখানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, মেট্রোরেল বা মেট্রো স্টেশনে হঠাৎ করে অগ্নিদুর্ঘটনা হলে কীভাবে যাত্রীদের সুরক্ষা দিতে হবে, কীভাবে অগ্নিনির্বাপণ করতে হবে, কীভাবে সাধারণ লোককে ইভাকুয়েট করতে হবে এবং আহত ব্যক্তিদের প্রাথমিক শুশ্রূষা করে কীভাবে হাসপাতালে নিতে হবে- মহড়ায় তার বাস্তব অনুশীলন দেখানো হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তাকর্মী এবং ফায়ার সার্ভিসের স্থানীয় ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। মহড়া চলাকালীন মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণসহ অন্যান্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মহড়া শেষে বক্তব্য প্রদান করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। এ সময় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, সচেতনতা সৃষ্টিসহ প্রকৃত দুর্ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ এবং যাত্রী সাধারণের কার কী করণীয় সে সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মহড়া দুটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন প্রধানরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি