ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জাপানে ফিরে যাবার আকুতি জানালেন জেসমিন মালিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৬ জানুয়ারি ২০২৩

জাপানি মা ও বাংলাদেশী বাবার বড় মেয়ে জেসমিন মালিকা জাপান ফিরে যেতে চান। বেড়ে ওঠা, স্কুল ও সংস্কৃতি মিলিয়ে জাপান তার জন্য অনুকূল উল্লেখ করে মালিকা জানান, বাবা ভুল বুঝিয়ে ২ বছর আগে বাংলাদেশে নিয়ে আসেন তাদের দুই বোনকে। 

সোমবার সুপ্রিম কোর্ট চত্তরে গণমাধ্যমের কাছে এ আবেদন জানান তিনি। 

জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। আর ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

২০২১ সালে বাংলাদেশে আসেন জাপানি মা। দুই মেয়েকে ফিরে পেতে বাংলাদেশে এসে রিট করেন উচ্চ আদালতে। আদালত দুই পক্ষের আইনজীবীকে সুরাহার কথা বললেও তা বিফল হয়। চলতে থাকে মামলা। 

পরে এক আদেশে একই ফ্ল্যাটে বাবা ও মাকে দুই মেয়েকে নিয়ে বাস করার আদেশ দেন। পাশাপাশি আরও কয়েকটি নির্দেশনা দেন। তবে এরিকো দুই মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাইলে বাবা এক মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাট থেকে চলে যান। 

এ পরিস্থিতিতে সোমবার বড় মেয়ে মায়ের সঙ্গে হাইকোর্ট এসে জাপানে যাওয়ার আকুতি জানান।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি