ঢাকা, শুক্রবার   ৩১ মে ২০২৪

রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সীমান্ত স্কয়ার শপিং মলের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা। 

এমএম/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি