ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

আগুনে পুড়ে ছাই বঙ্গবাজারের তিন হাজার দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৪ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৪:৪০, ৪ এপ্রিল ২০২৩

সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন। সকাল ৬টার দিকে লাগা আগুন বেলা বাড়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে আশেপাশের বেশকটি ভবন ও মার্কেটে। নিয়ন্ত্রণে মাঠে নামেন সবগুলো বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ৬ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। 

দাউ দাউ আগুনে পুড়ে গেছে বঙ্গবাজারের চারটি মার্কেটই। যেখানে রয়েছে তিন হাজারের বেশি দোকান। 

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার পর নিয়ন্ত্রণে যুক্ত হয় একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। যোগ দেন সেনা, নৌ ও হেলিকপ্টারসহ বিমানবাহিনীর সাহায্যকারী দল, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

দোকানগুলোতে নানা ধরনের কাপড় থাকায় আগুনের তীব্রতা ছিল অনেক বেশি। সকালে মার্কেটের ব্যবসায়ীরা নিজেদের দোকানের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করলেও সর্বশান্ত হয়েছেন প্রায় সবাই।

বেলা বাড়ার সাথে সাথে আগুন ছড়িয়ে পড়তে থাকে পাশের অ্যানেক্স মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স ও পুলিশ সদরদপ্তরে। 

বন্ধ রাখা হয় বঙ্গবাজারের আশপাশে সব রাস্তার যান চলাচল এবং বৈদ্যুতিক সংযোগ। 

ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেটের বেশিরভাগ দোকান।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি