ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠির বাস দুর্ঘটনা: চালকের ছিল না ভারী যানবাহন চালানোর লাইসেন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২৬ জুলাই ২০২৩ | আপডেট: ১৫:৩৪, ২৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনার বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, মোহনের ছিল না ভারী যানবাহন চালানোর লাইসেন্স। খামখেয়ালি আর বেপরোয়া গতির কারণে প্রাণহানির দায়ে তাকে আইনের আওতায় নেয়া হবে। 

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, দুর্ঘটনার পর বাসচালক মোহন আত্মগোপনে ছিলেন। ভোরে র‌্যাব অভিযান জালিয়ে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে। 

র‌্যাব জানায়, গ্রেপ্তার মোহন ৩ বছর ধরে বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছিল। তার হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা হয়।

দুর্ঘটনার দিন বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন ছাড়াও বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনার পর চালক মোহন পালিয়ে ঝালকাঠি, টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় বিভিন্ন সময়ে আত্মগোপনে থাকেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি