ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে জাল নোটসহ গ্রেফতার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কল্যাণপুর থেকে ৩২ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- জসিম মোড়ল, আবদুল জলিল, সাগর ওরফে রিপন দাশ ও জালাল উদ্দিন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ডিবি-পশ্চিম বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। স্থানীয় মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ছয় বছর ধরে জাল টাকাসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরির কথা স্বীকার করেছে বলে ওই সূত্র জানাই। গ্রেফতারকৃত চার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

 

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি