ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ২

প্রকাশিত : ০৯:২৩, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:৩৯, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর নদ্দা এলাকায় প্রাইভেটকার চাপায় শাকিল আহমেদ তুর্য (২২) নামে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ফারদিন খান নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সয়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আল হেলাল জানান, মঙ্গলবার রাতে কোনও এক সময় নদ্দা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন আহত হন।

এছাড়া বংশাল আলুবাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি