ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শিশু-কিশোরের পদচারণায় মুখর রাজধানীর বিনোদনকেন্দ্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো সরব শিশু-কিশোরের পদচারণায়। বাবা-মায়ের হাত ধরে রাজধানীর শিশু মেলায় ক্ষুদেদের দল। ঈদের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই ঘুরছে তারা।

রাজধানীর হাতিরঝিল, বিভিন্ন শিশু পার্ক, চিড়িয়াখানা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় জাদুঘর, আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর এবং বঙ্গবন্ধু নভোথিয়েটার দেখতে বেরিয়েছেন অনেকে।

শিশু মেলায় পছন্দের রাইডগুলোতে উঠতে পারায় তারা খুশিতে আত্মহারা। অনেকের পছন্দ আবার চুক চুক ট্রেন, অভিভাবকদের পাশে বসে শখের ট্রেনে চড়তেই হবে।

শিশুদের আর্কষণের কেন্দ্রবিন্দু মেরী গো রাউন্ড নামের এই রাইডটি। গানের তালে ঘোড়ায় চড়ার খুশিতে উচ্ছ্বল কচি মুখগুলো।

ভিড় কম থাকায় রাইডগুলোর সামনে অপেক্ষা করতে হচ্ছে না বেশিক্ষণ। ব্যস্ত জীবনে সময়-সুযোগ কম, তাই ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে ঘুরতে বের হয়ে খুশি অভিভাবকরাও।

প্যারাট্রুপার, ব্যাটারি কার, ওয়ান্ডার হুইল, হানি সুইংসহ শিশুমেলার প্রতিটি রাইডই শিশুদের দখলে।

এর আগে ঈদের দিন বিকাল হতেই রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে বিনোদনকেন্দ্রগুলোতে রাজধানীবাসী মেতে উঠেন ঈদ আনন্দে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি