ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরে বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২২:১৪, ৩ ডিসেম্বর ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির পর এবার মিরপুরের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক বৃদ্ধা (৬৫) ও গৃহকর্মীর (১৫) লাশ। প্রাথমিকভাবে গৃহকর্ত্রীর নাম সাহেদা বেগম এবং গৃহকর্মীর নাম সুমি বলে জানা গেছে এবং তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা রাতে মিরপুর-২ এর ৯ নম্বর বাসায় দুই নারীর মরদেহ পড়ে আছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।
 
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি