ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী তিতুমীর কলেজের শিক্ষার্থী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

সরকারি তিতুমীর কলেজের গেট

সরকারি তিতুমীর কলেজের গেট

Ekushey Television Ltd.

আবারও ঘটলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার ঘটনা। এবার আত্মঘাতী হলেন মুজিবর রহমান সায়মন (২৩) নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানা গেছে, সায়মন কুমিল্লার লাকসামের এস এম ইসহাক মিয়ার ছেলে। দক্ষিণ কমলাপুর সরদার কলোনীর একটি মেসে থাকতেন সায়মন। তিনি সরকারি তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মতিঝিল থানার এসআই সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে দক্ষিণ কমলাপুর সরদার কলোনীর ওই মেস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, নিহত সায়মনের বন্ধু-বান্ধবের কাছ থেকে জানা গেছে, নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়ার পরপরই সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি