ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে মাহমুদা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কাচারিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহমুদা ওই গ্রামের শাহীন আলীর স্ত্রী।
 
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, দুপুরে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি