ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিশ্বজুড়ে প্রাণহানি আরও ৫ হাজার, সুস্থ ২৫ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৮ মে ২০২০ | আপডেট: ১০:৪৩, ২৮ মে ২০২০

Ekushey Television Ltd.

কোনভাবেই থামছে না নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাসের দাপট। যেখানে নতুন করে ১ লাখের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। প্রাণ গেছে বিশ্বের আরও ৫ হাজারের বেশি মানুষের। 

তবে, সংক্রমণের তুলনায় কম হলেও বেঁচে ফিরেছেন প্রায় ২৫ লাখ মানুষ। উৎপত্তির প্রায় পাঁচমাসে বিভিন্ন টিকা কিংবা ভ্যাকসিন আবিষ্কৃত হলেও কার্যকরি হিসেবে কোনটারই এখনও প্রমাণ মেলেনি। যার ফলে, ক্রমেই নতুন করে ভয়াবহ রূপ দেখাতে চলেছে ভাইরাসটি। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৭ লাখ ৮৪ হাজার ৬০৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৪৭৫ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ২৮৩ জনের। এ নিয়ে করোনারাঘাতে পৃথিবী ছেড়েছেন বিশ্বের ৩ লাখ ৫৬ হাজার ৯৩৭ জন মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ লাখ ৯৭ হাজার ৬০৫ জন। 

এর মধ্যে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে ২০ হাজার ৫৪৬ জনের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৪৫ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৫৩৫ জনের। ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ১ লাখ ২ হাজার ১০৭ জনে ঠেকেছে। 

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিলে আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ৬৬১ জন। প্রাণহানি ২৫ হাজার ৬৯৭ জনে ঠেকেছে। 

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় করোনার শিকার ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। সে তুলনায় অবশ্য প্রাণহানি অনেকটা কম পুতিনের দেশে। এখন পর্যন্ত সেখানে প্রাণহানি ৪ হাজার ছুঁই ছুঁই।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৮৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১১৮ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৬৭ হাজার ২৪০ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৩৭ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। 

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে প্রাণহানি ৩৩ হাজার ছাড়িয়েছে। যেখানে আক্রান্ত ২ লাখ সাড়ে ৩১ হাজারের বেশি। এছাড়া, আক্রান্ত ও প্রাণহানি কমেছে ইউরোপের দুই রাষ্ট্র জার্মানি ও ফ্রান্সে। 

আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। সংক্রমণ ছড়ানোয় শীর্ষ দশে থাকা দেশটি এবার তুরস্ককে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়। যেখানে আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে।  প্রাণ গেছে এখন পর্যন্ত ৪ হাজার ৫৩৪ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল বুধবার পর্যন্ত করোনার শিকার ৩৮ হাজার ৯৫৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেঁচে ফিরেছেন ৭ হাজার ৯২৫ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি