ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

ইউরোপে জার্মানির ভ্রমণ সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১ অক্টোবর ২০২০

শীতকালে করোনা সংক্রমণ অনেক বাড়তে পারে। এ আশঙ্কায় আবার স্বাস্থ্যবিধির কড়াকড়ি আরোপের কথা ভাবছে জার্মান সরকার। এবার ইউরোপের ১১টি দেশে ভ্রমণের উপর সতর্কতাও জারি করা হলো। খবর ভয়েস অব আমেরিকা’র। 

১১ টি দেশের মধ্যে বেলজিয়াম ও আইসল্যান্ডকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর বাকি দেশগুলোর বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু ঐ এলাকাগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেনের কিছু এলাকা, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ফ্রান্সের পেস ডে লা লইরে ও বুর্গুন্ডি।

এছাড়া লিথুনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার কিছু এলাকাও এ তালিকার অন্তর্ভুক্ত৷ কোনেও এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সপ্তাহে প্রতি লাখে ৫০ হলে সে এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে জার্মানি।

এদিকে বিশ্বের ১৬০টি দেশের উপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। তবে দেশেগুলোর করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি