ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

বিশ্বে সুলভ মূল্যে করোনার টিকা সরবরাহ করবে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১ অক্টোবর ২০২০

চীন ন্যায্য ও যৌক্তিক দামে বিশ্বে কোভিড -১৯ এর টিকা সরবরাহ করবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার এ কথা জানান।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। কে কি রকম দাম ধরবে তা অনিশ্চিত। কিন্তু চীনের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট। আমরা ন্যায্য ও যৌক্তিক দামে বিশ্বে কোভিড-১৯ এর টিকা সরবরাহ করবো।

ইউরোপ ও আমেরিকার তুলনায় চীন টিকার মূল্য বেশি রাখবে এমন খবরের প্রেক্ষাপটে ওয়াং এ মন্তব্য করেন।
এ খবরকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, চীন ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে সুলভ মূল্যে টিকা দেয়ার অঙ্গীকার করেছে। আমার এ প্রতিশ্রুতি রক্ষা করবো।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি