ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তে রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১২ জুন ২০২০ | আপডেট: ২৩:১৪, ১২ জুন ২০২০

ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত রেকর্ড করেছে। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৭৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,২৪৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪৫১। খবর জিনিউজ

পরিসংখ্যান অনুযায়ী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,২০৬ জন। সুস্থ হওয়ার হার ৪১.০৫ শতাংশ। ১২ জুন পর্যন্ত ৩,১৫,৬৯৯টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯এ মহিলাদেরই বেশি মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। 

এবার বিশ্ব কোভিড তালিকায় ভারতের অবস্থান চতুর্থ স্থানে। প্রথমবার ভারতে দৈনিক সংক্রমনও ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৫৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। দেশটিতে মোট মৃত ৮ হাজার ৪৯৮। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিত ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। ফলে স্পেন, ব্রিটেনকে টপকে দুই ধাপ উঠে চারে জায়গা করে নিয়েছে ভারত। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি