ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪১, ১৭ জুলাই ২০২০ | আপডেট: ০২:৪৭, ১৭ জুলাই ২০২০

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

শুক্রবার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।

এরআগে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান আবদুল হাই। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।

আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি