ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

সপরিবারে করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

সোমবার (২০ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। বিভাগীয় কমিশনার ছাড়াও একই ল্যাবে তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় এসেছিলেন। তার সঙ্গে মিশেছিলেন। তাই সন্দেহ থেকেই সপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার জানান, তারা সবাই সরকারি বাসভবনে আছেন। বর্তমানে শারীরিকভাবে সবাই ভাল আছেন। এখন পর্যন্ত কারও কোন সমস্যা নেই। তাদের জন্য দোয়া করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি