ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৬ জুলাই ২০২০

অস্ট্রেলিয়ার রাস্তায় দুই স্বাস্থ্যকর্মী- ফ্রান্স টুয়েন্টিফোর

অস্ট্রেলিয়ার রাস্তায় দুই স্বাস্থ্যকর্মী- ফ্রান্স টুয়েন্টিফোর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দেশটিতে করোনার সংক্রমণ শুরু পর সর্বোচ্চ। এ দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। আক্রান্তের সংখ্যা এখনও ১৪ হাজার। খবর এএফপি’র। 

দেশটিতে করোনার সংক্রমণ কমলেও ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৫০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ভিক্টোরিয়ায় বেশি বলে উল্লেখ করেছে এএফপি। মৃতদের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে বলে জানিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রধান প্রশাসক ড্যানিয়েল অ্যান্ড্রুস।  

অস্ট্রেলিয়ায় বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ চলছে। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা খুব কম হলেও বিষয়টি অনেক উদ্বেগ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। ইউরোপ-আমেরিকা থেকে করোনা মোকাবেলায় অনেকটাই সফল তারা।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি