ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

আমাজনের প্রায় ২০ হাজার কর্মী করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৩ অক্টোবর ২০২০

আমাজন বলেছে, মার্চে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে করোনা টেস্টে এ পর্যন্ত তাদের ১৯ হাজার ৮ শত কর্মীর করোনা পজেটিভ পাওয়া গেছে।

ই-কমার্স জায়ান্ট আমাজনের যুক্তরাষ্ট্রে হোল ফুডস মার্কেট গ্রোসারি কর্মীসহ ১৩ লাখ ৭০ হাজার সম্মুখ সারির কর্মী রয়েছে, তবে আশঙ্কার চেয়ে তাদের সংক্রমনের হার বেশ কমই। আমাজন এ কথা জানায়।

সরবরাহ কেন্দ্রগুলোর কিছু কর্মী মহামারি থেকে তাদের নিরাপত্তা দিতে কোম্পানির অবহেলার পাশাপাশি আক্রান্ত কর্মীরা তাদের সহকর্মীদের বিষয়টি গোপন রাখার অভিযোগের পরে আমাজান এই তথ্য প্রকাশ করে।

সিয়াটল ভিত্তিক কোম্পানিটি জানায়, ৬৫০ টি সাইটে একদিনে ৫০ হাজার কর্মীর টেস্টের পদক্ষেপ নেয়া হয়েছে। (বাসস)

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি