ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

এবার ফ্রান্সে নতুন ধরনের করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২৬ ডিসেম্বর ২০২০

প্রথমবারের মতো যুক্তরাজ্য থেকে ছড়ানো নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে ফ্রান্সে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিটি ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সের টুরস শহরে আসে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে

গত মঙ্গলবার প্রথমবারের নতুন ধরনের করোনা যুক্তরাজ্যে শনাক্ত করা হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয় এটি তার চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

ফ্রান্স তার সীমানা যুক্তরাজ্যের সঙ্গে বন্ধ করে দিলেও গত বুধবার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এদিকে হাজার হাজার লরি ড্রাইভার ইংলিশ চ্যানেল অতিক্রম করার অপেক্ষায় রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি