ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যুতেও রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৬ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:২০, ৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩৮৪ জন। 

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে। এছাড়া এসময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন। 

এর আগে সোমবারের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৫২ জনের। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হন ৭ হাজার ৭৫ জন। যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ২৫ লাখ এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৭৫ হাজার ৮৪৪ জনের। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৫০ জন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি