ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

প্রতি পনের মিনিটে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ১৯ এপ্রিল ২০২১

দেশে গত কয়েকদিন ধরে নতুন রোগী শনাক্তের পরিমাণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রোববার পর্যন্ত টানা তিনদিন শতাধিক হারে মৃত্যুবরণ করেছে। গত তিনদিনের মৃত্যুহার বিবেচনা করলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হয়েছে।

এপ্রিল মাসে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হার বিবেচনা করলে, করোনায় আক্রান্ত হয়ে এপ্রিল মাসে প্রতি ১৮ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। 

করোনায় সংক্রমিত হয়ে রোববার মারা যায় ১০২ জন। এর মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ৪৩ জন। এর আগে শনিবার মারা যায় ১০১ জন। তার আগের দিন অর্থাৎ শুক্রবার ১০১ জন মারা যান।

সর্বপ্রথম করোনায় সংক্রমিত মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল গত বছরের ১৮ মার্চ। এই ১৩ মাসে মৃতের সংখ্যা এর আগে কখনোই তিন অংক ছোঁয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। বর্তমানে কোভিড আক্রান্তের হার ১৯.০৬ শতাংশ।

করোনা সংক্রমণ রোধে দেশে দুই সপ্তাহ ধরে লকডাউন চলছে। এই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি