ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

করোনায় প্রাণহানি ৩৩ লাখ ছাড়ালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১০ মে ২০২১

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ হাজার ৩৯৭ জন। যার মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৭৪৮ জনের প্রাণহানি ঘটেছে ভারতে। এ সময়ে বিশ্বে রোগী শনাক্ত হয়েছে আরও ৬ লাখ ৫৮ হাজার ৪৫২ জন। যার মধ্যে সর্বোচ্চ ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জনই শনাক্ত হয়েছে ভারতে।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৫ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ৬২ জন। যাদের মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৭২৩ জন। এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৩ কোটি ৭৪ লাখ ৯ হাজার ৫৩৭ জন সুস্থ হলেও সংক্রমিত হিসেবে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৮২ লাখ ৫২ হাজার ৮০২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের। আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন ৬৪ লাখ ৪১ হাজার ২৫৭ জন।

এর পরের স্থানেই রয়েছে ভারত। গত কয়েক সপ্তাহ ধরে এশিয়ার জনবহুল দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জনে। যার মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের। চিকিৎসাধীন ৩৭ লাখ ৫০ হাজার ৯৯৮ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৭৯০ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৪১৮ জনের। চিকিৎসাধীন ১০ লাখ ৪৮ হাজার ২৩৭ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে ওপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। ৩৩ নম্বরে থাকা বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি