ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

টানা ১১ দিন মৃত্যুহীন, শনাক্ত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১ মে ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি, ফলে মহামারীর মধ্যে টানা একাদশ মৃত্যুহীন পার করল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর রোববার (১ মে) জানিয়েছে, গত এক দিনে ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে সারা দেশে, যাদের ২১ জনই ঢাকা বিভাগের।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। গত ২০ এপ্রিলের পর কোভিডে নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ২৯৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠলেন। রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করে ২৫ রোগী শনাক্ত হয়।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের মধ্যে ২০ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া কক্সবাজারে ২ জন এবং টাঙ্গাইল, বগুড়া ও সিলেট জেলায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি