ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

কোভিড: ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১৬ অক্টোবর ২০২২

করোনাভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৫১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।

রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) করোনায় দুজনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হন ২৯৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একজন করে মারা যান।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬২০ জন। এনিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় দেশের ৮৮২টি ল্যাবে ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। বিপরীতে ৫ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। তবে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এএইচএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি