ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

দেশে আরও ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২২ জুন ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এদের মধ্যে ৭৯ জন ঢাকা মহানগর, ১ জন নারায়নগঞ্জ, ৩ জন চট্টগ্রাম, ৮ জন কক্সবাজার, ২ জন বরিশাল, ১ জন ঝালকাঠি এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪১ হাজার ৯৮৯ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৮ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬০৫ টি নমুনা সংগ্রহ ও ১৬০৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৫৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

সূত্র: বাসস

এসবি/
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি