ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪

দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ১৯ মার্চ ২০২০ | আপডেট: ১৫:৩৭, ১৯ মার্চ ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তিনজন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত হওয়া তিনজনই একই পরিবারের সদস্য, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তাদের পরিবারের একজন ইতালি ফেরত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ এবং দুই জন পুরুষের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২।

আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাসকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের পিপি সরবরাহ করা হচ্ছে। আরো এক লাখ নতুন কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে।

সংবাদ সম্মেলনে দেশের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বিদেশ ফেরতদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৭ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক জনের। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। আইসোলেশনে আছেন ১৯ জন।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি