ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কে করোনায় সাংবাদিকসহ দুই বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ৩১ মার্চ ২০২০

ফটো সাংবাদিক স্বপন হাই

ফটো সাংবাদিক স্বপন হাই

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার দুপুর পযর্ন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিকসহ আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে নিউইয়র্কে ২২ বাংলাদেশি মারা গেলেন।

মারা যাওয়া একজন হলেন ফটো সাংবাদিক স্বপন হাই। তিনি আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার মারা যান তিনি। পাচঁদিন আগে কুইন্স জেনারেল হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস করতে যান স্বপন, সেদিনই চিকিৎসকরা তার দেহে করোনায় উপস্থিতি পেয়ে হাসপাতালেই রেখে দেন। পরে দুপুরে তার মৃত্যু হয়। স্বপনের অকাল মৃত্যুতে নিউইয়র্কের সাংবাদিক কমিউনিটতে শোকের ছায়া নেমে এসেছে।

একইদিন নিউইয়র্কে করোনা ভাইরাসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম নিশাত চৌধুরী (২৫)।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি