ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

ইতালিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪১, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মো. সালাউদ্দীন সৈয়াল (৪২) নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চার বাংলাদেশির মৃত্যু হলো।

জানা গেছে, ইতালির উত্তরাঞ্চল লোম্বার্দিয়ার আওতাধীন বেরগামো মো. সালাউদ্দীন সৈয়াল পরিবারসহ দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন ধরে তিনি বেরগামো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসাপতালে বুধবার তিনি মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, সালাউদ্দীন একজন সদালাপী ভালো মনের মানুষ ছিলেন। বেরগামোন সামাজিক অঙ্গনে তার ছিল অবাধ বিচরণ। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাটকল এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

ইতালীতে এর আগে আরও তিন জন প্রবাসী করোনায় মারা গেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি