ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে একদিনেই আরও ১০ বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১৩:১৯, ২৯ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনেরই বয়স ৬০-এর বেশি। চারজনের বয়স ৮০ বছরের বেশি।

মারা যাওয়া ১০ বাংলাদেশি হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১)।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৫৩ জনের। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ১৬ হাজার ৩৯৮ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ২৮ হাজার ৬৫৮ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৫৮ হাজার ৩৪৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১০ লাখ ১২ হাজার ৫৮২ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ এক হাজার ৫০৫ জন।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি