ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৮০ হাজার ছাড়াল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১০ মে ২০২০

শুরুতে করোনার ধাক্কাকে গুরুত্ব না দেয়ার মাশুল দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফল স্বরূপ সর্বোচ্চ আক্রান্তের দেশটিতে প্রাণহানি ৮০ হাজার ছাড়িয়েছে। যেখানে আক্রান্তের শিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারীসহ হোয়াইট হাউজের তিন কর্মকর্তা। সর্বোচ্চ সতর্কতায় থাকা ট্রাম্প করাচ্ছেন নিয়মিত পরীক্ষা। 
 
বাংলাদেশ সময় আজ রোববার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ হাজারের বেশি নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৪২২ জনের। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৮১৬ জন।

এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন পর্যন্ত ২৬ হাজার ৭৭১ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৪৪ হাজার ৪০৯ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৫৭৯ জনে পৌঁছেছে।  

আক্রান্ত ও প্রাণহানি বেড়েছে মিশিগান ও পেনসিলভেনিয়ায়। মিশিগানে ৪৬ হাজার ৭৫৬ জনের আক্রান্তের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৫২৬ জন। পেনসিলভেনিয়ায় আক্রান্ত ৫৮ হাজার ৬৮৬ জন। সেখানে প্রাণ গেছে ৩ হাজার ৭৯৮ জনের। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি