ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মুন্সীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৪৪, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মসজিদে ঢুকে নুরুজ্জামান (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জশলদিয়া পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান জশলদিয়া গ্রামের হাছেন মোল্লার ছেলে।

লৌহজং থানা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে মাসুম নামে এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে হামলা চালালে নিজেকে রক্ষা করতে নুরুজ্জামান দৌড়ে একটি মসজিদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে তাকে লাঠিপেটা করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি