ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফেনীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৯, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজী উপজেলায় সোনাগাজী কলেজ সংলগ্ন একটি বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শাহানারা আক্তার (৫৫) বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহানারা আক্তার নতুন শেখ বাড়ির শেখ সিরাজুল ইসলামের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে শাহানারাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় গৃহবধূর স্বামী মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, গৃহ কর্মচারী মো. রানা এবং গৃহ পরিচারিকা হালিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি