ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খুলনায় নির্বাচনী প্রচারে পেশাজীবীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৭ মে ২০১৮ | আপডেট: ১৫:৫৪, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা সিটি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের পাশাপাশি নগরীতে প্রচার-প্রচারণায় নেমেছেন পেশাজীবীরও।  একই সঙ্গে বড় দুই দলের মধ্যে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ।
সকাল থেকে প্রচারে নেমেছেন খুলনায় বড় দুই দলের প্রার্থী।
বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৪ ও  ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।  
অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক ২৩ ও ২৪ এর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালান। নির্বাচনের পরিবেশ বিনষ্ট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেন তালুকদার আব্দুল খালেক।
এদিকে সকালে খুলনা সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে নির্বাচনের প্রচারনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিকরা। এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।
খুলনা সিটির ১৫মের এই নির্বাচনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন ভোটাররা।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি