ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

শার্শার গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ২৫ ডিসেম্বর ২০১৯

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে শার্শার গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
 
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত  গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারের ব্রিজের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এসময় অবৈধভাবে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করায় ২০টি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

এ উচ্ছেদ অভিযানে খুশি এলাকার মানুষ। তারা চান অবৈধ স্থাপনা দখলমুক্ত হোক। অবৈধ দখলদারদের দখলে থাকা হাকর-বেতনা দখলমুক্তসহ সড়কের দু'পাশের জমি উন্মুক্ত করে রাস্তা প্রশস্ত করা হোক। এতে করে জনসাধারণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান স্থানীয়রা।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, আগামী সাতদিনের মধ্যে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। 

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি