ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বংশী এবং ধলেশ্বরী নদী দখল করে স্থাপনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১

দখলদারদের থাবায় সাভার ও ধামরাইয়ের বিপন্ন বংশী এবং ধলেশ্বরী। ইতিমধ্যে এ দুই নদীর বিশাল একটি অংশ এখন প্রভাবশালীদের দখলে। দুই পাড়ে গড়ে উঠেছে ঘরবাড়ি, ইট ভাটা। নদীতে ফেলা হচ্ছে ধানের চাতালের ছাই। অবৈধভাবে তোলা হচ্ছে বালু।  ফেলা হচ্ছে বিভিন্ন কারখানার বর্জ্যও। 

এতে করে দূষণে নদী দুটি এখন মাছ শূন্য। দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল করাও দায়। 

স্থানীয়রা বলছেন, ‘পানির যে অবস্থা তাতে গোসল করা তো দূরের কথা, মাছই মরে যাচ্ছে। আশেপাশের মিল কারখানার অপরিশোধিত পানি নেমে আসায় নদীর পানি দূষিত হয়ে গেছে। প্রথম দিকে ময়লার স্তুপ হয়, তারপর যার যার এড়িয়ায় মাটি দিয়ে ভরাট করা হয়।’

পরিবেশ অধিদপ্তরের সাথে একসঙ্গে কাজ করলে নদী দুটি রক্ষা সম্ভব জানিয়ে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, ‘পরিবেশ অধিদপ্তর যদি এগিয়ে আসে আমরা একসাথে এ সমস্যা নিরসনে কাজ করব। তারা আসুক, আমাদের বলুক যে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারব।’

স্থানীয় নদী রক্ষা কমিটির সদস্য ও তেতুঁল ঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, ‘ট্যানারি থেকে যাতে দূষণ না হয়, সেজন্য শতভাগ ব্যবস্থা নিয়ে কারখানাগুলো চলার কথা। কিন্তু তারপরও কোন অদৃশ্য কারণে এগুলো মানা হচ্ছে না তা বোধগম্য নয়।’
  
সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, ‘নদী দখলকারীরা যত শক্তিশালীই হোক, তারা জনগণের চেয়ে শক্তিশালী নয়। আমরা নদী ও খাল-বিল উদ্ধার করবই করব। শিগিগরই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ‘জেলা ভিত্তিক এবং উপজেলা পর্যায়ে নোটিশে যেগুলো আসে, মোবাইল কোর্টের মাধ্যমে মূলত আমরা সেগুলোর ব্যবস্থা নিয়ে থাকি। যারা ময়লা ফেলছে তাদের জরিমানা করা হয়। কোন কোন ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হলে স্থাপনা বন্ধ করে দেয়া হয়। মামলা থাকায় অনেক সময় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া সম্ভব হয়না।’

দেখুন ভিডিও :


এআই/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি