ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গোলাপি জলপ্রপাত

প্রকাশিত : ১৫:৫০, ২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:১৪, ৪ ফেব্রুয়ারি ২০১৯

প্রকৃতির এমন নানা আশ্চর্য দিক রয়েছে যার রহস্যভেদ এখনও করে উঠতে পারেনি মানবজাতি। আবার এমনও অনেক কিছু রয়েছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার পরেও অবাক হতে ভালবাসি আমরা।

তেমনই এক জায়গা লুকিয়ে রয়েছে কানাডার আলবের্তা প্রদেশে। সেখানকার ‘ওয়াটারটন লেকস ন্যাশনাল পার্ক’-এ রয়েছে ক্যামেরন জলপ্রপাত। এমনিতে দেখতে সাধারণ জলপ্রপাতের মতো হলেও, এর রয়েছে এক বিশেষ আকর্ষণ। বছরের অন্য সময়ে এই জলপ্রপাত ও তার সংলগ্ন হ্রদের পানি দৃশ্যত খুবই সুন্দর। কিন্তু বর্ষার সময়ে এখানেই ঘটে প্রকৃতির জাদু।

জানা গেছে, বর্ষার সময়ে ক্যামেরন জলপ্রপাতের রং গোলাপি হয়ে যায়। এবং দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রদের পানি কখনও হয়ে যায় টুকটুকে লাল, কখনও বা গাঢ় কমলা।

ভূতত্ত্ববিদদের মতে, ক্যামেরন জলপ্রপাতের আশেপাশে ‘অ্যাগ্রোলাইট’ নামে এক ধরনের পলি মাটি রয়েছে। বর্ষার সময় এই পলি মাটি পানির সঙ্গে মিশলে তাতে গোলাপি রং ধরে।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি