ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

কফি-টুথপেস্টের বিচিত্র পানীয়!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৪১, ২৮ অক্টোবর ২০২১

কফি খেতে আমরা অনেকেই ভালোবাসি। টানা কাজের চাপ হোক কিংবা অবসর সময়, অনেকেই আছেন এক মগ কফি সঙ্গে থাকলে যাদের আর কিছু চাই না। এমন কফি প্রিয় মানুষরাও কি কখনও ভেবে দেখেছেন টুথপেস্ট দিয়ে কফি খাওয়ার কথা?

এমন আজব কম্বিনেশনের কথা ভেবে হয়তো আপনার গা গুলিয়ে উঠছে, কিন্তু এমন পানীয় বানিয়ে এবং খেয়ে  উচ্ছ্বসিত এক ব্যক্তি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘হোয়াথোট্রি’ নামের ওই ইউজার ‘খাদ্যরসিক’ হিসেবে জনপ্রিয়ই বটে। 

কিন্তু এমন সব পদ রান্না করেন তিনি, যা দেখলে ভোজনপ্রীতির বদলে প্রাণ যাওয়ার জোগাড় হয় নেটিজেনদের! 

এবার তেমনই এক বিদঘুটে পানীয় তৈরির ভিডিও নিজ অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। টুথপেস্ট দিয়ে তৈরি কফির সেই রেসিপি দেখে অনেকেই শিউরে উঠেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি জারে টুথপেস্ট ঢাললেন তিনি। ক্রিমের মতো চেহারার সেই টুথপেস্টে সঙ্গে  দুধ মিশিয়ে ঢাললেন অন্য একটি জারে। এরপর সেটির সঙ্গে মেশালেন কফি। গল্প এখানেই শেষ নয়!

এই মিশ্রণে আবার মেশালেন পিপারমেন্ট ট্যাবলেট।

আজব কম্বিনেশনের এই রেসিপি বানিয়ে কতটা খুশি ওই ব্যক্তি তা ভিডিও থেকেই বোঝা যায়। 

তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে আঁতকে উঠেছেন অধিকাংশ মানুষ।

কেউ কেউ আবার ভিডিওতে কমেন্ট করেছেন, ‘আরে আপনি কি মরবেন নাকি?’ আরেকজন আবার লিখেছেন, ‘আমি এই রেসিপি বাড়িতে তৈরি করেছিলাম। খেয়েই আমার পেটব্যথা শুরু হয়েছিল।’

অবশ্য অনেকে আবার মিন্টের স্বাদের কফির কল্পনা করে উচ্ছ্বসিতও হয়েছেন। তবে সে সংখ্যা খুবই কম। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি