ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অদ্ভুত পেশা! চিউইং গাম ফুলিয়েই তরুণীর মাসিক আয় ৭০,০০০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জার্মানির বাসিন্দা জুলিয়া, চিউইং গাম ফুলিয়ে নাকি মাথার দ্বিগুণ আকারের বুদবুদ বানাতে পারেন। ছোটবেলায় রঙিন মিষ্টি স্বাদের চিউইং গাম চিবিয়ে কে কত বড় বেলুন ফোলাতে পারে সেই নিয়ে চলত প্রতিযোগিতা। বড় হয়েও চিউইং গাম দিয়ে বেলুন ফোলানের অভ্যাস রয়ে গিয়েছে অনেকেরই। কিন্তু এটি যে কারও পেশা হতে পারে, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

চিউইং গাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার রোজগার করেন এক তরুণী। যার ভারতীয় অর্থে মূল্য প্রায় ৭০,০০০ টাকা। শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকেই সম্ভব করেছেন জার্মানির বাসিন্দা ৩০ বছর বয়সি জুলিয়া ফোরাট। চিউইং গাম চিবিয়ে জিভের সাহায্য মুখের চেয়েও বড় আকৃতির বেলুন ফোলাতে দক্ষ জুলিয়া। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও কম নয়। চিউইং গাম দিয়ে বেলুন ফোলানোর ভিডিও থেকেই প্রতি মাসে মোটা টাকা রোজগার করেন জুলিয়া। একসঙ্গে প্রায় ৩০টি চিউইং গাম চিবিয়ে এমন বড় বেলুন ফোলান ওই তরুণী। এর পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তবে জুলিয়া জানিয়েছেন, চিউইং গাম দিয়ে বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি ভালবাসেন তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি