ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

নড়ে চড়ে বেড়াচ্ছে ‘জীবন্ত কঙ্কাল’ [ভিডিও]

প্রকাশিত : ১৫:২২, ২৬ জানুয়ারি ২০১৯

সমুদ্রের রহস্য ফুরোনোর নয়। এখনও পর্যন্ত পৃথিবীর পানির বেশির ভাগটাই যে অজানা রয়ে গেছে মানুষের কাছে, তা প্রমাণ করতেই যেন উঠে এল ‘জীবন্ত কঙ্কাল’।

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভাইরাল প্রেস’-এ সম্প্রতি আপলোড করা এক ভিডিওকে ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। তাইল্যান্ডের ফ্যাং ন্‌গা অঞ্চলের কোহ‌ ইয়াও নোই দ্বীপের কাছে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এক অদ্ভুতদর্শন প্রাণী। তাকে আপাত দৃষ্টিতে দেখতে কঙ্কালের মতো। কিন্তু সে রীতিমতো জীবন্ত। গায়ে জলজ উদ্ভিদ জড়ানো অবস্থায় সে হেঁটে বেড়াচ্ছে মৎস্যজীবীদের নৌকার ডেক-এ- এমন একটি ভিডিও ইউটিউবে পোস্ট হলে তাকে ঘিরে শুরু হয় বিতর্ক।

এই সামুদ্রিক প্রাণীটির এমন চেহারা বস্তুত ‘ক্যামোফ্লাজ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার দেহের গঠন অনেকটা কাঁকড়ার মতো। কিন্তু এমন কাঁকড়া এর আগে কখনও কেউ দেখেননি, এটা নিশ্চিত।

এখনও পর্যন্ত এই প্রাণীর পরিচয় অজানা। তবে একে চেনার চেষ্টা করছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা, এমনটাই খবর।

ভিডিও...

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি