ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

অভিনেতা রমেন রায় আর নেই

প্রকাশিত : ১৫:৫০, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:০৩, ১৯ মার্চ ২০১৯

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রমেন রায় চৌধুরী

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রমেন রায় চৌধুরী

Ekushey Television Ltd.

‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার অভিনেতা রমেন রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোর ৫টায় ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে চলে গেলেন তিনি। প্রবীন এই অভিনেতা নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

বর্ষীয়ান এই অভিনেতা দীর্ঘদিন ধরেই ক্যানসারের পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগে খানিকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

আজ মঙ্গলবার দুপুর ১টায় তার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে রাখা হয়। সেখানে সহশিল্পী ও কলাকুশলীরা শেষ শ্রদ্ধা জানান।

নাটক-সিনেমার পাশাপাশি যাত্রাশিল্পেও অনন্য অবদান রেখেছেন রমেন রায়। কাজ করেছেন তপন সিনহা, গৌতম ঘোষের মতো গুণী পরিচালকদের সঙ্গে।

রয়েন রায়ের উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘সবুজ দ্বীপের রাজা’, ‘অগ্নিসংকেত’, ‘সাথী’, ‘ভাঙা গড়া’, ‘আবার অরণ্যে’। 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি