ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আজিজুল হাকিমের মেয়ের চরিত্রে ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১২:২৮, ২৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। চিরো সবুজ এই তারকা তার অভিনয় শৈলি দিয়ে বহু আগেই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো শিশুতোষ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। খুব শিগগির তাকে দেখা যাবে অনিমেষ আইচের ‘বোকাভূত’ শিরোনামের একটি শিশুতোষ ধারাবাহিক নাটকে।

এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে একান্নবর্তি পরিবারের গল্প নিয়ে। এটিতে আজিজুল হাকিমকে দেখা যাবে সংসারের বড় ছেলের চরিত্রে। যার স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার। কিন্তু সেটি তার আর হয়ে ওঠা হয়নি শুধু সংসারের কারণে। এই আক্ষেপ সব সময় তিনি বয়ে বেড়ান।

নাটকটিতে আজিজুল হাকিমের মেয়ের চরিত্রে আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে।

ধারাবাহিকটি প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘দারুণ একটি পারিবারিক গল্পের নাটক এটি। এই সময়ে এসে এমন একটি পারিবারিক গল্পের নাটকে কাজ করতে পেরে ভালো লাগছে। পাশাপাশি শিশুদের বিষয়টিকে গল্পে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা। এটিতে আমি আর ভাবনা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করছি ‘

ভাবনা বলেন, ‘হাকিম ভাইয়ের মেয়ের চরিত্রটি আমি উপভোগ করছি। অনেক দিন পর তার সঙ্গে অভিনয় করছি। সত্যি বলতে সিনিয়র শিল্পীদের সঙ্গে অভিনয় করলে বিভিন্ন বিষয় জানা যায় এবং শেখা যায়।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি