ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অভিনেতা এবং তাঁর বোনের পচাগলা দেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪০, ৮ জুন ২০২০ | আপডেট: ০০:৪২, ৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

চেন্নাইয়ে নিজেদের বাসভবন থেকে তামিল অভিনেতা শ্রীধর এবং তাঁর বোন জয়া কল্যাণীর দেহ উদ্ধার করা হল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান করছেন তাঁরা আত্মহত্যা করেছেন।

বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারা যেই বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে দু’দিন ধরে দুর্গন্ধ বেরোতে থাকলে, প্রতিবেশীরা স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন। পুলিশ এসে তাঁদের পচা-গলা দেহ উদ্ধার করে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের অনুমান,  লকডাউনে দীর্ঘদিন ধরে হাতে কোনও কাজ না থাকায় তারা মানসিক অবসাদের শিকার হয়েই এমনটা করেছেন।

লকডাউনে কাজ হারায়ে, মানসিক অবসাদের শিকার এবং যন্ত্রণায় আত্মহত্যা নতুন নয়। এর আগেও ছোট পর্দার অভিনেতারা মনমীত এবং গ্রেওয়াল এবং প্রেক্ষা মেহতার মতোও একই পথ বেছে নিয়েছিলেন। করোনা, লকডাউন চলচ্চিত্র শিল্পীদেরও চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মনমীত,  প্রেক্ষা এবং শ্রীধর-জয়াই এর জ্বলন্ত প্রমাণ।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি