ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছোট অর্জুনকেই বিয়ে করছেন মালাইকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বয়সে অর্জুন কাপুর ১২ বছরের ছোট। তার সঙ্গেই সম্পর্ক অনেক দূর গড়িয়েছে, তা বেশ স্পষ্ট। বলছি মালাইকা অরোরার কথা।

সম্প্রতি ৪৬-এ পা দিলেন মালাইকা। ৪৬-এর জন্মদিনের পার্টিতে ছেলে আরহানকে কেক খাইয়ে অর্জুন কাপুরের সঙ্গে নেচে ফ্লোর মাতাতে দেখা যায় মালাইকাকে। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে যায় জোর জল্পনা। অর্জুনও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মালাইকার সঙ্গে ভালবাসা মাখানো ছবি শেয়ার করেন। ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকে বলিউডের এই হট কাপল-এর বিয়ে নিয়ে ফের জল্পনা শুরু হয়ে যায়।

অর্জুন কাপুরের সঙ্গে কি এবার গাঁটছড়া বাঁধবেন মালাইকা? এমন প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করে বিভিন্ন মহলে। সম্প্রতি নো ফিল্টার নেহা-য় হাজির হয়ে বিয়ে নিয়ে বেশ কিছু ইঙ্গিত দেন মালাইকা। 

যেখানে তিনি জানান, বিয়ের সময় সাদা পোশাকে কনে সাজতে চান। যেখানে তাঁর গার্লস গ্যাঙ-ও হাজির থাকবে। গার্লস গ্যাঙ-এর প্রিয় মানুষগুলোর সঙ্গে হাজির হয়েই বিয়ের পিঁড়িতে বসতে চান বলে স্পষ্ট জানান মালাইকা। প্রসঙ্গত মালাইকা অরোরার গার্লস গ্যাঙ-এ রয়েছেন করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা-র মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। 

তবে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা কবে গাঁটছড়া বাঁধবেন, সে বিষয়ে কিছু খোলসা করেননি বলিউডের ছইয়া ছইয়া গার্ল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি