ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

সমীরের সংগীতে ন্যান্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীরের সংগীতায়োজনে নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

‘প্রেমের প্রকাশ’ শিরোনামের গানটির কথা লিখেছেন সিনেমাটির পরিচালক গোলাম মোস্তফা শিমুল ও সুর করেছেন ফিরোজ কবির ডলার।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, সুরকার ফিরোজ কবির ডলার ও সংগীত পরিচালক এস কে সমীরের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়ে খুবই ভালো লাগছে। পরিচালক গোলাম মোস্তফা শিমুলের লাভ স্টোরি ঘরানার ‘তুমিময়’ শিরোনামের এই ছবির গানটি আমার কন্ঠ ও ছবির কাহিনীর সাথে সমন্বয় করে করা হয়েছে। আশা করছি আমার ভক্ত-শ্রোতাদের কাছে গানটি অনেক ভালো লাগবে।’

সংগীত পরিচালক এসকে সমীর বলেন, ন্যান্সির সাথে এটাই আমার প্রথম কাজ। ন্যান্সির কণ্ঠ নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। এছাড়া সিনেমার পরিচালক শিমুল ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করার সুযোগ হয়েছে। গানটির সুর দিয়েছে ফিরোজ কবির ডলার। আমার এবং ডলারের মধ্যে কাজের বোঝাপড়া বরাবরই ভালো, আমরা দীর্ঘদিন যাবত একসাথে কাজ করছি।

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি