ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫

গোলকৃমি দূর হয় শিউলীর রসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৫৮, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অসুখ হলেই আমরা ডাক্তারের কাছে ছুটি। এতে দোষের কিছু নেই। তবে আমাদের প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যেগুলো গ্রহণ করলে বহু জটিল রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এমন একটি উপাদান হচ্ছে শিউলী। শিউলী পাতার রস খেলে গোলকৃমি থেকে রক্ষা পাওয়া যায়। আরও রয়েছে নানা উপকারিতা। নিচে তা তুলে ধরা হলো-

১) শিউল পাতার রস ঝাঁঝালো, তেতো। পাতার রস মধুসহ সেবনে অবিরাম জ্বর কমে যায়। এর পাতার রস পিত্ত ও কফনাশক এবং বলকারক।

২) জোলাপ হিসাবেও শিউলী পাতার রস খাওয়ানো হয়।

৩) পাতার রস চিনিসহ শিশুদের খাওয়ালে গোলকৃমি দুর হয়।

৪) কোমরের ব্যথায় পাতার ক্বাথ খাওয়ালে বেদনার উপশম হয়।

৫) ছালের রস সর্দি বের করে দেয়।

৬) দাদ, চুলকানি ইত্যাদি চর্মরোগে ফুলের ক্বাথ খুব উপকারী।

৭) শিউলী পাতা থেকে নিকট্যানথিস আর্বোরট্রিস্টিস নামক একটি উষুধ তৈরি হয়।

৮) শিউলী ফুলের বীজ থেতে করে মাথায় মাখলে খুসকি কমে।

পরিচিতি- শিউলী শরতের ফুল। শক্ত কান্ডযুক্ত, বৃক্ষ দশ মিটার পর্যন্ত উচু হয়। পাতা সরল ডিম্বাকার, অগ্রভাগ সরু ও ধারগুলি খাজকাটা। পাতার উপর দিকটা খসখসে ও নিচের দিকটা ঘন রোয়ায় ঢাকা। ফুল সাদা রঙের, মিষ্টি গন্ধযুক্ত। রাত্রিবেলায় ফুল ফোটে ও সূর্যোদয়ের পূর্বেই মাটিতে ঝরে পড়ে। ফল চ্যাপ্টা।

 সূত্র : বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া

লেখক : ড. তপন কুমার দে

/এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি