ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৮:১৫, ২৯ এপ্রিল ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৫ জন রোগী দেশের বিভিন্ন  হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে পাঁচজন রয়েছেন। বর্তমানে দেশে মোট ৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১ জন এবং ঢাকার বাইরে ১৩ জন রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৭৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৫১০ জন এবং ঢাকার বাইরে ৪৬৭ জন রয়েছেন।

একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৯২২ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৭১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৫১ জন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি