ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৮ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিনের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ৪৪টি সংগঠনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

এর আগে শনিবার ঢাকার গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার (প্রাইভেট চেম্বার) এবং ব্যক্তিগত অস্ত্রোপচার (প্রাইভেট অপারেশন) সোম ও মঙ্গলবার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

এরি মধ্যে মঙ্গলবার দুপুরে দুই চিকিৎসকের জামিনের খবর আসে। এরপর বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জনস এর সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি