ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশজুড়ে চেম্বার বন্ধ রেখে চিকিৎসকদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহে প্রাইভেট চেম্বার বন্ধ রেখে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা।

সোমবার সকালে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেন গাইনি চিকিৎসক ও কর্মচারীরা। চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় রোগীদের।

বিভিন্ন প্রাইভেট ক্লিনিকেও রোগীদের দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে। রংপুরে চিকিৎসা সেবাসহ বন্ধ সব ধরনের অস্ত্রোপচার। ময়মনসিংহেও প্রাইভেট চেম্বার বন্ধ রাখেন চিকিৎসকরা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি